শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
জিয়া,কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
যেকোন আপতকালীন সময়, মহামারি, বন্যা, জলচ্ছ¡াস সহ বিভিন্ন দূর্যোগের সময় অসহায় গরিব ক্ষতিগ্রস্থরা যাতে নিজেস্ব অর্থায়নে সমস্যা সাময়িক মোকাবেলা করতে পারে। বিষয়টি মাথায় নিয়ে কাউখালীর প্রত্যন্ত অঞ্চলে জনপথের শিশুদের সঞ্চয় মনোভাব গড়ে তোলার লক্ষ্যে গতকাল মঙ্গলবার আঃ লতিফ খসরু ব্যাক্তিগত উদ্যোগে মাটির ব্যাংক বিতরন করেন। উপজেলার অর্ধশত শিশুদের মাঝে এই ব্যাংক বিতরন করেন।
উপজেলার কে.জি ইউনিয়ন সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী মোঃ তাহ্মিদ হোসেন বলেন খসরু মামা আমাদেরকে মাটির ব্যাংক দেয়। আমারা এই মাটির ব্যাংক পেয়ে অত্যান্ত খুশি এবং এখন থেকে আমরা টিফিন সহ বিভিন্ন সময় অভিভাবকের দেওয়া অর্থ বাঁিচয়ে এই মাটির ব্যাংকে টাকা সঞ্চয় করব।