শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিরোজপুর শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা গ্রেপ্তার কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহার পুল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুর আটক পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা কাউখালীতে মন্ডপগুলোতে চলছে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নেছারাবাদে ২৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা! মিলছে না কাঙ্খিত ইলিশ পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন: সোহাগ সভাপতি, মিঠু সম্পাদক কাউখালীতে অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার কাউখালীতে জেলের মরদেহ উদ্ধার ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভাণ্ডারিয়ার চাঞ্চল্যকর আসমা হত্যার বিচার দাবিতে পিরোজপুরে মানববন্ধন কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত মঠবাড়িয়ায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
মহম্মদপুরে বালিদিয়া গ্রাম শান্ত রাখতে পুলিশের মতবিনিময় সভা

মহম্মদপুরে বালিদিয়া গ্রাম শান্ত রাখতে পুলিশের মতবিনিময় সভা

মাগুরার মহম্মদপুরের বালিদিয়া গ্রামে মহম্মদপুর থানা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান (প্রশাসন ও অপরাধ)।

বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাগুরা’র মোহাম্মদ ইব্রাহীম,  শালিখা মাগুরা (সার্কেল)’র সিনিয়র সহ: পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র।

উক্ত অনুষ্ঠানে বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহ: প্রধান শিক্ষক আ: সালাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান (প্রশাসন ও অপরাধ), বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাগুরা’র মোহাম্মদ ইব্রাহীম,  শালিখা মাগুরা (সার্কেল)’র সিনিয়র সহ: পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বালিদিয়া ইউনিয়ন চেয়ারম্যান পান্নু মোল্যা, বালিদিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কালাম ফকির, বালিদিয়া ইউপি সাবেক চেয়ারম্যান কাজী মোসলেহ্ উদ্দিন মুরাদ ও বর্তমান বালিদিয়া গ্রামের নেতৃত্বদানকারী সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মীনা, ইউনুচ শিকদার সহ সাধারণ জনগনের পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য চলতি বছরের ১৩ই জানুয়ারি বালিদিয়া গ্রামের নওশের শিকদারের বাড়ির সামনে রবিবার রাত সাড়ে আটটার সময় প্রতিপক্ষের হামলায় পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য আবু সাইদ মোল্যা (৫৩) গুরুত্বর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে যাওয়ার পথে নিহত হন।

এঘটনায় আহত হন অন্তত আরও ৪/৫ জন।
বড়রিয়া মেলা থেকে ৩ টি মটর সাইকেলে করে ইউনুচ শিকদার সমর্থক আবু সাইদ মোল্যা ৮/৯ জনকে সাথে নিয়ে বাড়িতে ফেরার পথে মফিজ মীনা সমর্থক ইমরুলের লোকজন মৃত নওশের শেখের বাড়ির সামনে রাস্তার উপর ভ্যান ঠেকিয়ে ও পাটকাঠি ফেলে তাদের গাড়ির গতিরোধ করে এবং  এলোপাথাড়ি ভাবে  হাতুড়ি, লাঠি পেটা ও কুপিয়ে  কয়েকজনকে গুরুতরভাবে যখম করে। গুরুত্বর আহত অবস্থায় সাইদ মোল্যাকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হলে ডাঃ তাকে মৃত ঘোষনা করেন । সাইদ মোল্যা বালিদিয়া গ্রামের মৃত ইউনুচ মোল্যার ছেলে। পরে এঘটনায় বাড়িঘর ভাংচুর, লুটপাট ও আগুন জ্বালিয়ে দেওয়ার  ঘটনা ঘটেছিল।

হত্যা মামলায় হাজতবাস থেকে সম্প্রতি মফিজ মীনা সহ তার লোকজন জেল হাজত থেকে  জামিনে বেরিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে এলাকায় আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কায় মহম্মদপুর থানা পুলিশ উক্ত মতবিনিময় সভার আয়োজন করে।

আইন শৃঙ্খলা সভায় উভয় পক্ষের উপস্থিতিতে সকলের বক্তব্য শেষে অতিথিরা বক্তব্য প্রদান করেন।

অতিথিবৃন্দ এলাকাবাসীকে শান্ত থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে অনুরোধ করেন।

এছাড়া ও সভায় উপস্থিত স্থানীয় নেতা-নেতৃবৃন্দ ও উভয় পক্ষের লোকজন পুনরায় সংঘর্ষে লিপ্ত হবেনা মর্মে শপথ গ্রহন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana