শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
চলতি অর্থ বছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মৎস্য অফিসের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার দুপুরে আশুগঞ্জ ফিরোজ মিয়া কলেজ সংলগ্ন প্লাবন ভূমিতে রুই, কাতলা, ঘইন্নাসহ বিভিন্ন জাতের ৪শ কেজি পোনা অবমুক্ত করা হয়।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার তাজমহল বেগম।
আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য অফিসার তাজমহল বেগম উপস্থিত থেকে এসব মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান, , উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা সহাকারি মৎস্য অফিসার মোঃ সায়েদুর রহমান, অফিস সহকারি আজগর আলী, ক্ষেত্র সহকারি হোসাইন আহমেদ ও ফাহিমা বেগম প্রমুখ।
এর আগে উপজেলা মৎস্য অফিস সকালে বৃহওর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী নিবন্ধিত জেলেদের আই বর্ধনমূলক কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান।
প্রশিক্ষণে উপজেলার নিবন্ধিত ২০ জন জেলে অংশ নেন।