শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মেহেরপুরের গাংনীতে ১ ভ্যান চালকসহ ৪ জনকে আটক করা হয়েছে। সেই ধর্ষিতা জালশুকা গ্রামের কাতার প্রবাসী মহাবুলের স্ত্রী ও পার্শ্ববর্তী আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের ফরজ আলীর মেয়ে। গতকাল বুধবার (২৬ আগস্ট) রাত ১১ টার সময় উপজেলার ধানখোলা ইউনিয়নের জালশুকা বাজার এলাকা থেকে তাদের আটক করে স্থানীয়রা।
আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের নানবার গ্রামের জহুরুল ইসলামের ছেলে আকরাম হোসেন,কাবিল হোসেনের ছেলে আহসান,মিজানুর রহমানের ছেলে জামাল হোসেন ও সাইফুল ইসলামের ছেলে ভ্যান চালক মিরাজুল ইসলাম। গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, আফাঙ্গির আলম মুঠোফোনে ওই গৃহবধূর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। বুধবার রাতে তিনি তার দুই সহযোগী আকরামুল ও জামালকে নিয়ে গৃহবধূর বাড়িতে গিয়ে ধর্ষণ করেন। পরে ভ্যানযোগে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূসহ চারজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে আফাঙ্গির ধর্ষণের কথা স্বীকার করেন ও এ বিষয়ে তার দুই বন্ধু আকরামুল ও জামালের সহযোগিতার কথা জানান। পুলিশ আফাঙ্গির আলমের নামে ধর্ষণ এবং আকরামুল ও জামালের বিরুদ্ধে ধর্ষণের সহযোগী হিসেবে মামলা দিয়ে মেহেরপুর আদালতে পাঠিয়েছে।
সুত্র bd24live.com