শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
বিয়ের প্র’স্তাবে রাজি না হওয়ায় বিষ মেশানো দুধ খাইয়ে এক কলেজছাত্রীকে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই ছাত্রীর নাম মনিয়াতুন্নেসা (১৭)। এ ঘটনায় অভিযুক্ত রাজিবুল হোসেন নামের এক অটোচালককে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যায় ভারতের পশ্চিম’বঙ্গের উত্তর চব্বিশ পরগনায় এ ঘটনা ঘটেছে। পোশাক ব্যবসায়ী মতিয়ারের তিন মেয়ের মধ্যে মনিয়াতুন্নেসা মালতিপুর হাইস্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়তেন। বছর দুয়েক ধরে স্থানীয় খালভেড়ি পাড়ার বাসিন্দা রাজিবুল তাকে স্কুলে আসা*যাওয়ার পথে নানাভাবে উত্ত্যক্ত করত।
বিষয়টি বাবা-মাকে জানায় মেয়েটি। পরে তার মা রাজিবুলকে ডেকে সাব’ধান করে দেন। ছেলেটির বাড়ির লোককেও জানান। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুলের সামনে রাস্তায় মনিয়াতুন্নেসার পথ আ’টকায় রাজিবুল ও ইমরান। রাজিবুল মনিয়াতুন্নেসাকে বিয়ের জন্য জোরাজুরি করে। মেয়েটি তাতে রাজি না হওয়ায় হাত ধরে টানাটানি শুরু করে। মতিয়ার বলেন, জোর করে মেয়ের মুখে বিষ মেশানো দুধ ঢেলে দিয়ে তারা পালিয়ে যায়। মেয়ে অসুস্থ অবস্থায় বাড়িতে এসে সেই কথা জানায়। সে সব কথা বলতে বলতেই অ’সুস্থ হয়ে পড়ে।
বসিরহাট জেলা হাস’পাতালে নিয়ে যাওয়া হলে রাতে সেখানেই মারা যায়। রোববার মেয়েটির বাবা মতিয়ার রহমান রাজিবুলসহ দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তার রিমান্ড ম’ঞ্জুর করেন। রাজিবুলের বন্ধু ইমরান মণ্ডলের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। রাজিবুল অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমাকে চক্রান্ত করে ফাঁ’সানো হয়েছে।
সূত্রঃ বাংলা ম্যাগাজিন