শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
ভাগ্যের অন্বেষণে ভারতে গিয়েছিলেন স্বামী-স্ত্রী, কিন্তু সেখানে যাওয়ার পর স্ত্রীকে বিক্রি করে দেন স্বামী। অবিশ্বাস্য শোনালেও এমন ঘটনা ঘটেছে যশোরে।
উজ্জ্বল শিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে নিজের স্ত্রীকে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। তিনি যশোর জেলার অভয়নগরের বাসিন্দা। এ ঘটনায় উজ্জ্বল শিকদারের স্ত্রী ছালমা খাতুন তার বিরুদ্ধে যশোরে মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল-১ আদালতে মামলা করেছেন।
উজ্জ্বলের স্ত্রী জানান, অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের মালেক শিকদারের ছেলে উজ্জ্বল শিকদারের সাথে আট বছর আগে তার বিয়ে হয়। পরে উপার্জন বাড়াতে শ্বশুরবাড়ির লোকজন তাকে এবং তার স্বামীকে ভারতে যাওয়ার পরামর্শ দেন। এরপর ২০১৮ সালে স্বামী উজ্জ্বল শিকদার বিনা পাসপোর্টে তাকে বেনাপোল বর্ডার দিয়ে ভারতে নিয়ে যান এআং প্রায় দুই বছর ভারতের রাজস্থান এলাকায় থাকার পর গত ২ ফেব্রুয়ারি উজ্জ্বল তাকে ব্যাঙ্গালোর অসকোট পতিতালয়ে দেন। সেখানে প্রায় ২৩ দিন মানবেতর জীবন-যাপন শেষে ২৫ ফেব্রুয়ারি এক দারোয়ানের সহযোগিতায় তিনি পতিতালয় থেকে পালিয়ে যান এবং চোরাই পথে বেনাপোল হয়ে দেশে ফিরে আসেন।
এসময় তিনি আরও অভিযোগ করেন, উজ্জ্বল ও তাঁর ভাই আরও অনেক মেয়েকে প্রেমের বন্ধনে আবদ্ধ করে বিদেশে পাচার করেছেন।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যে উজ্জ্বল শিকদারের বিরুদ্ধে মানব পাচার অপরাধ ও দমন আইনে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।
সুত্র স্বাধীন নিউজ ২৪.কম