শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
ভান্ডারিয়ায় গতকাল বৃহস্পতিবার বিকালে জাতীয় পার্টি-জেপি’র উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে দলের অঙ্গ সংগঠন জাতীয় পার্টি-জেপি ওলামা পার্টির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা জেপি’র যুগ্ম আহবায়ক,পৌর জেপি’র উপদেষ্টা ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জেপি’র মো. শহিদুল আলম খোকন সিকদার, শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, পৌর জেপির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা যুবসংহতির আহবায়ক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য রেজাউল হত রেজভী জোমাদ্দার, স্বেচ্ছা সেবক পার্টির আহবায়ক মো. মনির সরদার, ওলামা পার্টির নেতাদের মধ্যে মাওলানা ফারুক হোসেন, দেলোয়ার হোসেন, আবু এসাহাক, নুরুল ইসলাম রুহুল আমীন, হায়েদার আলী খান, আল বায়েজিদ হোসেন, মৌলভী আব্দুল কুদ্দুস, আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন জেপি নেতা রেজা আহম্মেদ দুলাল ও মামুন হাওলাদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বর্ষীয়াণ দুরদর্শী রাজনীতিক , সাবেক সফল মন্ত্রী এবং আধুনিক দক্ষিণ বাংলার রূপকার জাতীয় পার্টি – জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র উন্নয়নের ধারা ব্যাহত করার জন্য একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা আলেম সমাজ জাতীয় পার্টি-জেপি’র নের্তৃবৃন্দের সাথে ঐক্যবদ্ধ ও সুসংহত ভাবে এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জেপি’র উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলা,ইউনিয়ন,গ্রাম পর্যায়ে এক হয়ে কাজ করার আহবান জানান।
পরে দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূঁ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন ভাÐারিয়া শাহাবুদ্দিন সিনিয়র দাখিল মাদ্রাসার উপাধক্ষ্য মাওলানা ফারুক হোসাইন।