শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪৩ পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার নাম হাসান।
গতকাল বৃহস্পতিবার ভোররাতে পৌর এলাকার পদ্মপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
নবীনগর থানা সূত্রে জানা যায়, মাদক মুক্ত বাংলাদেশ গড়তে মাননীয় আইজিপি ও পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া মহোদয়ের নির্দেশনায়,
অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল ও অফিসার ইনচার্জ নবীনগর থানার সার্বিক সহযোগীতায় এস আই নুরে আলম নবীনগর পৌরসভা পদ্মপাড়া এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান কালে মাদক ব্যবসায়ী হাসান মিয়া (৩০)কে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয় ।
জানা যায়, এ বিষয়ে নবীনগর থানায় মাদকের নিয়মিত মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।