শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিরোজপুর শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা গ্রেপ্তার কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহার পুল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুর আটক পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা কাউখালীতে মন্ডপগুলোতে চলছে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নেছারাবাদে ২৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা! মিলছে না কাঙ্খিত ইলিশ পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন: সোহাগ সভাপতি, মিঠু সম্পাদক কাউখালীতে অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার কাউখালীতে জেলের মরদেহ উদ্ধার ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভাণ্ডারিয়ার চাঞ্চল্যকর আসমা হত্যার বিচার দাবিতে পিরোজপুরে মানববন্ধন কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত মঠবাড়িয়ায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
হবিগঞ্জে পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে সাংবাদিককে রড-লাঠি দিয়ে পেটানোর অভিযোগ

হবিগঞ্জে পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে সাংবাদিককে রড-লাঠি দিয়ে পেটানোর অভিযোগ

হবিগঞ্জে পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে সাংবাদিককে রড-লাঠি দিয়ে পেটানোর অভিযোগের বিষয়ে উভয় পক্ষের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) হবিগঞ্জ জেলা শাখা।

 

হবিগঞ্জ সদর থানা এলাকায় প্রকাশ্যে এক সাংবাদিক কে রড-লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে জেলার দৈনিক পত্রিকা লোকালয় বার্তার সম্পাদক মো. এমদাদুল ইসলাম সুহেলের বিরুদ্ধে। সাংবাদিক তারেক হাবিব অফিসে যাওয়ার সময় থানার মোড় এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ততরা তার উপর লোহার রডসহ দেশিয় অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে।

ঘটনাটি ঘটেছে শনিবার (০৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় হবিগঞ্জ সদর থানা ও সদর উপজেলা ভূমি অফিস সংলগ্ন প্রধান সড়কে। এসময় স্থানীয় লোকজন আহত সাংবাদিককে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে এনে ভর্তি করে।

আহত সাংবাদিক তারেক বলেন- হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকাতে প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত আছি। ঘটনার সময় নিজ বাড়ি থেকে একটি রিক্সা যোগে অফিসের উদ্দেশ্য যাচ্ছিলাম। পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌছামাত্র দৈনিক লোকালয় বার্তার সম্পাদক মো. এমদাদুল ইসলাম সুহেল, জুয়েল চৌধুরী, শাওন, নোমান সহ অন্তত ৭/৮ জন লোক আমার পথ রোধ করে। এসময়  তাদের হাতে থাকা রড-লাঠি দিয়ে অতর্কিত ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। বিপ্লব রায় সুজন নামের ব্যক্তি সহ আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তারেক আরও বলেন, লোকালয় বার্তার সম্পাদক এমদাদুল ইসলাম সুহেলের সাথে তার পুর্বের কোনো বিরোধ ছিল না। উভয়ের মধ্যে সুসম্পর্ক ছিল। কেনো এ হামলা চালানো হয়েছে সেটি তিনি জানেন না।

এঘটনার খবর পেয়ে গুরুতর আহত সাংবাদিক তারেক হাবিবকে দেখতে ও খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও তার স্বামী মো. সাখাওয়াত হোসেন খান, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা সহ আরো অনেকেই। এসময় তারেকের উপর এই নির্মম হামলার ঘটনা নিয়ে তারা বলেন, হামলাকারীরা তার উপর উপর্যুপরি আঘাত করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করছি। সেই সাথে হামলার ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেন।এদিকে সাবেক এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, বর্তমানে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাশ গুপ্ত এখন দেশের বাহিরে আছেন। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। হামলার ঘটনাটির বিস্তারিত বিষয় নিয়ে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, হবিগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট মো. মাহবুব আলী এবং হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ’র সাথেও কথা বলেছেন। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে আশা করেন। অপরদিকে সাংবাদিক তারেক হাবিবের উপর নির্মম হামলার ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।এ ঘটনায় দৈনিক লোকালয় বার্তার সম্পাদক ও হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. এমদাদুল ইসলাম সোহেলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারেক হাবিব আমার স্নেহাশিস ছোট ভাই। একসময় আমার পত্রিকায়ও সে কাজ করেছে। কিন্তু এঘটনার সম্পর্কে আমার কোনো কিছু জানা নেই। কে বা কারা সম্মানহানি করতে আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করছে এবং সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। প্রয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যারা মিথ্যা তথ্য ও ছবি প্রকাশ করছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান তিনি। অপরদিকে Amdad Sohel নামে ফেসবুক আইডিতে তিনি একটি পাবলিক পোস্ট করেছেন। নিচিের অংশে সংযুক্ত করে দেয়া হলঃ

লোকায় বার্তার সম্পাদক এমদাদুল ইসলাম সুহেলের ফেসবুক একাউন্ট থেকে সংগৃহীত, ছবি সম্মিলিত একটি পোস্ট করেন যে দুপুর ২টায় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলাম।

এ ব্যপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনার কথা শুনেছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সুত্র  বার্তা সমকাল বার্তা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana