শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
জুলফিকার আমিন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুতের লাইন নেয়ার নামে রব আকন নামে এক ব্যক্তির তিনটি গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। এসময় তার স্ত্রী ফরিদা বেগম (৫০) কে গাছের সাষে বেঁধে মারধার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামে এঘটনা ঘটে। ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ফরিদা বেগম, তার প্রতিবেশী জাকির, এনামুল, ইউনুস আকন এলাকায় বিদ্যুৎ আনার জন্য কাজ করেছে। তারা ইচ্ছাকৃত ভাবে আমার গাছের মধ্যে দিয়ে লাইন টেনেছে। আমি তাদেরকে অভিযোগ দিলে তারা জানিয়েছে ৬ হাজার টাকা দিলে একটা পিলার (খাম্বা) স্থানান্তরিত করবে। আমি এনামুলের কাছে ৬ হাজার টাকা দেই। তারা ওই টাকা নিয়েও পিলার না সরিয়ে আমাদের গাছ কাঁটতে আসে। আমি গাছ কাঁটতে বাঁধা দিলে আমাকে মারধর করে দড়ি দিয়ে একটি গাছের সাথে বেঁধে তিনটি গাছ কেঁটে ফেলে। সংবাদ পেয়ে আমার স্বামী ও ছেলে উদ্ধার করতে এলে দেশিও অ¤্র দিয়ে ধাওয়া করে। পরে স্থানীয়রা আমাকে তাদের কবল থেকে রক্ষা করে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে আঃ রব আকন জানান।
জাকির, এনামুল, ইউনুস আকন সকল অভিযোগ আশিকার করে বলেন, তাদেরকে গাছের মূল্য বাবৎ ২৮‘শ টাকা দেওয়া সত্তে¡ও তারা গাছ কাটতে বাঁধা দেয়।