শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
ভোলার লালমোহনে সৎ বাবাকে ফাঁসাতে মাকে হত্যা করে পুকুরে ফেলে দেয় ছেলে। ওই খুনের ঘটনায় জড়িত থাকায় ছেলের বন্ধু আলাউদ্দিনকে ২০ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে লালমোহন থানার ওসি (তদন্ত) বশির আলমের নেতৃত্বে একদল পুলিশ, উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কালামবুল্লাহ গ্রামে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেফতার করেন।
আলাউদ্দিন, কালামবুল্লাহ গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে। লালমোহন থানার ওসি (তদন্ত) বশির আলম জানান, গ্রেফতার হওয়া আলাউদ্দিনের বিরুদ্ধে ছকিনা বেগম হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের ওয়ারেন্ট ছিল।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে উপজেলার কালামবুল্লাহ গ্রামে সৎ বাবা জয়নাল কবিরাজকে ফাঁসাতে আপন মা বিবি ছকিনা বেগমকে খুন করে পুকুরে ফেলে দেয় ছকিনা বেগমের ছেলে ছবিরুল। পরদিন ছকিনা বেগমের ছেলে ছবিরুলকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে লালমোহন থানায় হত্যা মামলা করেন ছকিনা বেগমের দ্বিতীয় স্বামী জয়নাল কবিরাজ।
দীর্ঘ প্রায় ১৯ বছর শুনানীর পর ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এর আগে জেল হাজতে থাকা অবস্থায় ২০১৩ সালে মারা যায় ছকিনা বেগমকে হত্যাকারী ছেলে ছবিরুল। গ্রেফতার হওয়া আলাউদ্দিন, ছবিরুলের বন্ধু এবং ছকিনা বেগম হত্যায় জড়িত ছিল। অপর ৩ আসামি আলকাছ, নুর ইসলাম এবং ছিটু মিয়া এখনও পলাতক রয়েছে বলে জানা গেছে।