শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ সোমবার ভান্ডারিয়া উপজেলা ধাওজার সংলগ্ন রাত ১:৪০ মিনিটের সময় অগ্নিকান্ডটি ঘটে। স্থানীয় জনসাধারন আগুন নিবানোর চেষ্টা করে, পরে ভান্ডারিয়ার ফায়ার সার্ভিস এসে ঘন্টা ব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। মিলটিতে প্রায় চার লক্ষ টাকার খয় ক্ষতি হয়ে থাকে বলেন মিল মালিক। মিল মালিক আব্দুর রশিদ হাওলাদার বলে মিলটি ডিজেলের মেশিন দিয়ে চালানো হত। মিলে শুধু লাইট জ্বালানোর জন্য পাশের দোকান থেকে বিদুতের লাইন এনেছি।