শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ ইন্দুরকানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি ঔষধের র্ফামেসীতে ৯৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ২২ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ইন্দুরকানী বাজার ঔষদের দোকানে মেয়াদ উত্তির্ণ ঔষধ রাখার অপরাধে পরশ মনি মেডিকেল হল র্ফামেসীতে ৫০০০ টাকা ও কহিনূর র্ফোমেসীতে ২৫০০ টাকা ও মা র্ফামেসীতে ২০০০ টাক জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেণ বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তেরের পরিদর্শক শেখ শোয়াইব আহমেদ। ইন্দুরকানী থানা পুলিশের সহযোগীতায় এই অভিযান পরিচালনা করা হয় । অভিযান শুরুর সাথে সাথে অন্য অন্য দোকান পাঠ বন্ধ হয়ে যায়।