শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ঢাকা-সিলেট মহাসড়ক বর্তমানে দুই লেনের। এ মহাসড়কটি দুটি সার্ভিস লেনসহ ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। চলতি বছরেই এর কাজ শুরু হবে। এ কাজে এশীয় উন্নয়ন ব্যাংক অর্থায়ন করবে।ঢাকা-সিলেট মহাসড়কটি ছয়লেনে উন্নীত হওয়ার কথা শুনে মহাসড়কটির পার্শ্ববর্তী গ্রাম বিশেষ করে সরাইল উপজেলার ইসলামাবাদ, বারিউড়া ও শাহবাজপুরের লোকজন আনন্দিত। তবে মহাসড়কের উত্তর পার্শ্বে অবস্থিত ঐতিহাসিক হাতির পুল, প্রাচীন কবরস্থান ও জামে মসজিদ রক্ষা করে মহাসড়ক প্রশস্তকরণের দাবি তাদের।
প্রত্নতত্ব সম্পদ ঐতিহাসিক হাতিরপুল:১৬৫০ সালে মুঘল আমলে সরাইলের দেওয়ান শাহবাজ আলী সরাইল থেকে শাহবাজপুর হয়ে হরষপুর যাতায়াতে হাতির বিশ্রামের জন্য একটি ছাউনি নির্মাণ করেন, যা পরে ‘হাতিরপুল’ নামে পরিচিত হয়ে ওঠে। ইট ও চুন-সুরকি ব্যবহার করে তৈরি করা এই পুলটি সরাইলের এক ঐতিহ্য, যা এখন প্রত্নতত্ত্ব সম্পদ।
ঐতিহাসিক কবরস্থান: সরাইল উপজেলার ইসলামাবাদ থেকে বাড়িউড়া হয়ে শাহবাজপুর গ্রাম পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশে প্রায় দুই কিলোমিটারজুড়ে বিস্তৃত তিনশ’ বছরের পুরনো দু’টি কবরস্থান। সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া, ইসলামাবাদ ও বছিউড়া এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের বাসিন্দারা সেখানে মরদেহ সমাহিত করেন। এই দু’টি কবরস্থান ছাড়া সাধারণ মানুষের বিকল্প আর কোনো বড় কবরস্থান নেই।
বারিউড়া বাজার জামে মসজিদ: প্রায় চল্লিশ বছর আগে নির্মিত বাড়িউড়া বাজার জামে মসজিদটিও মহাসড়কের উত্তর পাশে অবস্থিত। এই মসজিদে বাজারের ক্রেতা, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ নামাজ আদায় করেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাড়িউড়া এলাকায় ১৬শ’ শতাব্দীতে নির্মিত বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত নিদর্শন ‘হাতিরপুল’ ও প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে থাকা দু’টি কবরস্থান ও একটি মসজিদ রক্ষা করে ঢাকা-সিলেট মহাসড়ক প্রশস্তকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনে এই দাবি জানানো হয়। এই মহাসড়কের কার্যক্রমের জন্যে সড়ক ও জনপথ বিভাগের লোকজন সম্প্রতি সড়কের উত্তর পাশের জায়গা অধিগ্রহণ করতে মাপজোখ করেন। এরপরই টনক নড়ে আশপাশের গ্রামের মানুষের। এলাকাবাসীর পক্ষে বাড়িউড়া গ্রামের বাসিন্দা জসীম উদ্দিনের করা আবেদনে বলা হয়, বাড়িউড়া বাজারের পূর্ব প্রান্তে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষা উত্তর পাশে ঐতিহাসিক হাতিরপুলটির অবস্থান। মহাসড়ক প্রশস্তকরণ কাজে গুরুত্বপূর্ণ এসব স্থাপনা ও কবরস্থানের জায়গা চলে যাওয়ার খবরে এলাকাবাসী অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন।