শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় এ বছর ৩০ হাজার ৯শ ৪৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৭শ ১৭ জন শিশুকে নীল রঙের ও ২৭ হাজার ২শ ৩২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। অন্যান্য বছর যেখানে একদিনে ক্যাম্পেইন করা হত সেখানে করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী এ বছর আগামী ৪ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ১০দিন ব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হবে। কোন প্রকার স্বেচ্ছাসেবী ছাড়াই সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা এ ক্যাম্পেইন পরিচালনা করবেন।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে অনুষ্ঠিত এডভোকেন্সি সভায় সভাপতির বক্তৃতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুপুর সাহা এসব তথ্য জানান।
এডভোকেন্সি সভায় অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, আশুগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হাবীবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিসেস রুবি জাহান, জুনিয়র কনসালটেন্ট ডাক্তার বেনজির আহমেদ, মেডিকেল অফিসার ডাক্তার তামান্না আক্তার ও উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা বুরহান উদ্দিন।
সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, শিক্ষক ও সাংবাদিকবৃন্দসহ কমিউনিটি লিডারগণ উপস্থিত ছিলেন।
এডভোকেন্সি সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে যার যার অবস্থান থেকে প্রচারণা চালানোর আহবান জানানো হয়।
যাতে করে প্রত্যেক মায়েরা তাদের শিশুদের কে ক্যাপশুল খাওয়াতে ক্যাম্পে নিয়ে আসে।