শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
“জমির ফসলের ও শত্রু আছে”
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিষ প্রয়োগে জমির ফসল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে আখাউড়ার মোগড়ায়।
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনার বিবরনে প্রকাশ, প্রতিপক্ষের ঘাস নিধনে বিষ প্রয়োগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়ায় মো. ইউছুফ ফারুকী নামে এক কৃষকের জমির ফসল নষ্ট করে ফেলেছে প্রতিপক্ষ মো.জসিম চৌধুরী এবং সোহেল চৌধুরী ও তার লোকজন। তারা জমিতে (৩৫ শতক ) বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করেছেন এ অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত কৃষক মো. ইউছুফ ফারুকী। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার গভীর রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের ছোট গাংগাইল নামক গ্রামে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক প্রতিপক্ষ মো.জসিম চৌধুরী এবং সোহেল চৌধুরী কে অভিযুক্ত করে আখাউড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে জানা যায়, জমি-জমা ক্রয় সংক্রান্তের জের ধরে মনিয়ন্দ ইউনিয়নের ছোট গাংগাইল গ্রামের মৃত আঃ মোতালেব চৌধুরীর ছেলের সঙ্গে মো. ইউছুফ ফারুকীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে গত বুধবার কৃষক মো. ইউছুফ ফারুকী আমন ধান ক্ষেতে গভীর রাতে ঘাস নিধনের কীটনাশক প্রয়োগ করে মো.জসিম চৌধুরী এবং সোহেল চৌধুরী ও তার লোকজন। এতে কৃষক মো. ইউছুফ ফারুকীর প্রায় ৩৫ শতক জমির ফসল নষ্ট হয়ে যায়। এর আগে ও আখাউড়ায় থানায় প্রতিপক্ষ মো.জসিম চৌধুরী এবং সোহেল চৌধুরী কে আসামী করে গত ৫ তারিখ একটি অভিযোগ করেন। এলাকাবাসী মো.কবির মিয়াসহ অনেকেই বলেন, পারিবারিক শত্রুতার জের ধরে পূর্বের হুমকি স্বরূপ তার ধানক্ষেতে এমন ক্ষতি সাধন করেন বিপক্ষ ব্যক্তিরা।
এদিকে সোহেল চৌধুরী তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এই কাজ করি নি। আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা বার্তা বলা হচ্ছে।
এই বিষয়ে আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম বলেন, বিষয়টির কোন অভিযোগ আমি পাইনি। তবে আমি মনিয়ন্দ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নেজামুল ইসলামকে ঘটনাস্থলে পাঠিয়ে তার তদন্ত করা হবে এবং অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।