শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ গতকাল সোমবার পিরোজপুরের ভান্ডারিয়া বন্দরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার ৫ শত টাকা জরিমানা করে। অভিযানে মিয়া ইলেকট্রনিক্স ৭ হাজার, নিউ ইসলামিয়া সুইট ৩০০০, দেবনাথ স্টোর ৬০০০, সাতক্ষিরা ঘোষ মিষ্টান্ন ভান্ডার ৮ হাজার, ইসলাম গøাস হাউস ৩ হাজার ৫শত এবং সোহল কাজী চালের আড়তকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া। এসময় বিক্রিত পন্যের মূল্যতালিকা, ওজনে কম দেয়া, অস্বাস্থ্য পরিবেশে খ্যাদ্য দ্রব্য উৎপাদন করা এবং নিরাপত্তা বিঘ্ণিত করে ঝুকিপূর্ন ভাবে গ্যাস সিলিন্ডার বিক্রর দায়ে এ জরিমানা করা হয়। অভিযানে সহযোগীতা করেন বরিশাল এপিপিএন ১০ এর উপ পুলিশ পরিদর্শক কামরুল ইসলামের নেতৃত্বে একটি টিম। পরে বাজারে ব্যবসায়ীদরে উদ্দ্যেশে মাইকিং করে পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া বলন, কোন পণ্যরে দাম অধিক রাখলে ভোক্তারা আমাদরে কাছে অভিযোগ করবন। আমরা তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিব।