শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
পিরোজপুরে ৫৮০ পিস ইয়াবাসহ রাবেয়া আক্তার লিজা (২৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার বেলা সোয়া ১১ টার দিকে পৌরশহরের সিও অফিস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক রাবেয়ার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামে। তার পিতার নাম মো. জেন্দার আলী।
পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে শহরের সিও অফিস মোড় থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।