শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
দেলোয়ার হোসেন, নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার নাজিরপুরে ছাত্রলীগের উদ্যোগে জমকালোভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ২ সহস্রাধীক কর্মীরা যোগ দেয়। এসময় নেতা-কর্মীরা দৃষ্টি নন্দন সাজে সেজে র্যালীটি বের হয়।
র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রলীগ নেতা শেখ মো. নজরুল ইসলাম বাবুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিষ হালদার প্রমুখ। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস জানান জননেত্রী শেখ হাসিনার একটানা তৃতীয়বারে সরকার গঠনের বর্ষপূর্তি ও ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেয়ায় এ আনন্দ র্যালীর আয়োজন করা হয়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান বাদলের ২১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া করা হয়।