শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
জয়া আহসানকে দেখা গেল মনোয়ার হোসেন ডিপজলের সাভারের শুটিং বাড়িতে। ছবির শুটিংয়ের খাতিরেই এ মুহূর্তে ডিপজলের বাড়িতে অবস্থান করছেন জয়া। ছবির নাম ‘বিউটি সার্কাস’। এর পরিচালনা করছেন মাহমুদ দিদার। ২০১৭ সালের জানুয়ারিতে শুরু হলেও করোনাসহ নানা রহস্যময় কারণে এখন পর্যন্ত শেষ হয়নি ‘বিউটি সার্কাস’ সিনেমার শুটিং। অবশেষে ছবিটির শুটিং শেষ হয়েছে। ডিপজলের সাভারের বাড়িতে আয়োজন করা হয়েছে ছবিটির শেষ দুদিনের শুটিং। এ বিষয়ে নির্মাতা দিদার বলেন, আগের সব কাজ অনেক আগেই শেষ। জয়া আপার দুদিনের শুটিং বাকি ছিল, তার জন্য অপেক্ষা করছিলাম। আর সেটা সাভারে ডিপজল (অভিনেতা) ভাইয়ের বাসায় শেষ করলাম। এখন সম্পাদনার জন্য এই দুদিনের ফুটেজ পাঠাব। তাহলে ছবিটির কাজ একেবারে শেষ হবে।’ সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘বিউটি সার্কাস’। সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্প দেখানো হবে এখানে। এর কেন্দ্রীয় চরিত্রে আছেন জয়া আহসান। এছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, অকাল প্রয়াত হুমায়ুন সাধুসহ অনেকেই। তথ্য মন্ত্রণালয়ের পাশাপাশি চলচ্চিত্রটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।