শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ায় ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে কৃষিজমি।
জানা যায়,অনুমতি ছাড়াই অবৈধভাবে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিলকেন্দুাই গ্রামে ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের কারণে হুমকির মুখে পড়েছে বিপুল সংখ্যক কৃষি জমি। সরকারি খালসহ কৃষি জমি ঘেঁষা খালের পাড় থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে গভীর করে বালু ও মাটি উত্তোলন করায় পাড় ভেঙে কৃষি জমিগুলো এখন ভাঙনের মুখে পড়েছে।
এতে করে জমি চাষ করা নিয়ে অনেক কৃষক শঙ্কায় দিন কাটাচ্ছেন।
ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং কৃষিজমি রক্ষায় জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে এ বিষয়ে ইতিমধ্যেই অভিযোগ দিয়েছে এলাকাবাসী।
এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, নাওঘাট এলাকার প্রভাবশালী শামীম মিয়া ও মোশারফ মিয়া এবং বিলকেন্দুয়াই গ্রামের কামাল মিয়া গত তিন বছর ধরে সদর উপজেলার বিলকেন্দুয়াইসহ খাকচাইল ও নাওঘাট মৌজার খালের ওপর অবৈধ হ্যান্ড ড্রেজার মেশিন বসিয়ে খালের পাশে থাকা ইরি-বোরো জমির আইল ঘেঁষে বালু উত্তোলন করে আসছে। এতে করে বিলকেন্দুয়াই মৌজার ১০টি ও খাকচাইল মৌজার চারটি দাগের কৃষি জমি এবং নাওঘাট মৌজার ৭০ শতাংশ কৃষি উপযোগী ভূমিসহ প্রায় ২০ কানি কৃষিযোগ্য জমি হুমকির মুখে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন কৃষক জানান, এলাকাবাসী বেশ কয়েকবার অভিযুক্তদের এ কাজে বাধা দিলে কোন কাজ হয়মী,বরং তারা উল্টো কৃষি জমির মালিকদের ভয়ভীতি প্রদর্শন করছে। তারা অতিদ্রুত কৃষিযোগ্য জমি রক্ষায় সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া জানান, এ ধরনের কাজের সঙ্গে সম্পৃক্তদের ছাড় দেওয়া হবে না। দ্রুত অভিযান চালিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।