শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
জুলফিকার আমিন সোহেল,বিশেষ প্রতিনিধি
জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় জলীল জমাদ্দার (৫৮) নামে এক মাদ্রাসা শিক্ষক ও তার ভাতিজা ফয়সাল আহম্মেদ বাবু (৩০) আহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার পুর্ব সেনের টিকিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করেন।
কাকড়াবুনিয়া ইসলামিয়া বয়েজ দাখিল মাদ্রাসা শিক্ষক আহত জলীল জমাদ্দার জানান, প্রতিবেশী মৃত. সালাম জমাদ্দারের ছেলে মজিবর গংদের সাথে তাদেও জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ ঘটনায় তার ভাই আজিজ জমাদ্দার বাদি হয়ে মজিবর জমাদ্দার গংদেও বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় রিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের তদন্তের তারিখ মঙ্গলবার (৬ অক্টেবর) ধার্য রয়েছে। আজ সোমবার সকালে মজিবর, পান্না, তানজির, মিঠু, রাসেল আলামিন, রাছেল মিয়াসহ অজ্ঞাত ৪-৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে বিরোধীয় ওই জমি দখল করতে আসে। এসময় আমি ও আমার ভাতিজা বাঁধা দিতে গেলে আমাদেরকে বেধরক পিটিয়ে আহত করে।
এব্যপারে মজিবর জমাদ্দার বিরোধীয় ওই জমির ব্যপারে থানায় অভিযোগের সত্যতা অকপটে স্বীকার করেন। বৈঠক হবার আগে ওই জমিতে গেলেন কেন ? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।
এ হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত মাদ্রাসা শিক্ষক জলীল জমাদ্দার জানান।