শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি লিখে না দেয়ায় নির্যাতনের সাজানো ভিডিও ভাইরাল করে মিথ্যা মামলা দিয়ে শ্বশুর-শাশুরীকে হয়রানি করার অভিযোগ উঠেছে পুত্রবধূঁর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে গত ৩ অক্টেবর উপজেলার মানিকখালী গ্রামে। এ ঘটনা ফাঁস হয়ে গেলে পুত্রবধূঁ প্রবাসির স্ত্রী তানজিলার বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, উপজেলার মানিকখালী গ্রামের ধলু মুন্সির ছেলে নাসির প্রেমের সম্পর্কে গোলবুনিয়া গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে তানজিলাকে বিয়ে করে। পিতার একই ঘরের আলাদা একটি বারান্দায় স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছে। নাসির কারনে অকারনে তার মা বাবাকে মারধর করতো। ৩ বছর পূর্বে নাসির বিদেশে চলে যায়। স্বামী নাসিরের মত স্ত্রী তানজিলাও শ^শুর শাশুরীর ওপর নির্যাতন অব্যহত রাখে ও জমি লিখে নিতে চাঁপ সৃষ্টি করে। এ নিয়ে প্রায় সময়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এতে তানজিলা শ^শুর শাশুরীকে জব্দ করতে পরিকল্পিতভাবে ঝগড়ার সৃস্টি করে ও নির্যাতনের সাজানো ভিডিও ধারন করে ফেসবুকে ছেড়ে দেয়।
স্থানীয় বাসিন্দা রুস্তুম খা ও রহমান মুন্সি বলেন, ঘটনার আগের দিন (২ সেপ্টেম্বর) তানজিলা শ^শুর ধলু মুন্সির সাথে বাগবিতান্ডার এক পর্যায় দাড়ি ধরে আছাড় দেয়। পরে লুঙ্গি টেনে খুলে ফেলে মাটিতে ফেলে এলাপাথারি লাথি মারে।
তানজিলার বড় জা’ কুলসুম বেগম জানান, ঘটনার দিন শাশুরীর একটি মুরগীর বাচ্চা তানজিলার ঘরে প্রবেশ করাকে কেন্দ্র করে পুত্রবধু ও শাশুরীর মধ্যে ঝগড়া শুরু হয়। পওে শাশুরীর চুলের মুঠি ধরে দুই গালে চর মেরে ঘরে চলে আসে। তার শ^শুর ধলু মুন্সি এই ঘটনা শুনে বাড়িতে এলে তার উপরও ঝাপিয়ে পরে পুত্রবধু তানজিলা। এদিকে তানজিলা তার মেয়ের হাতে মোবাইল দিয়ে ভিডিও করতে বলে। এ ঘটনায় তানজিলার চাচা শ^শুর নুর মোহাম্মদ মুন্সি তাকে ধমক দিলে তানজিলা দৌড়ে পালাবার চেস্টা করলে শাশুরী ও শ^শুর তাকে ধরার চেস্টা করে। তানজিলা মাটিতে পরে যায়। এই ভিডিও কিছুটা কাটছাট করে ফেইসবুকে ছেড়ে দিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেয়। ৫ সেপ্টেম্বর তানজিলার বাবা ছিদ্দিক মীর বাদী হয়ে ধলু মুন্সি (৫৫), আলেয়া বেগম (৪৮) ও নুর মোহাম্মাদ মুন্সি‘র (৬০) বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। আলেয়া বেগমকে ওই দিন মঠবাড়িয়া থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপের্দ করেন।
তানজিলার ননদ জাকিয়া আক্তার ও চাচা শ^শুর রহমান মুন্সি আরও বলেন, তাজিলার পক্ষথেকে প্রস্তাব করেছে ১০ কাঠা জমি ও বসতঘর লিখে দিলে মামলা প্রত্যাহার করা হবে। তারা দীর্ঘ দিন ধরে জমি লিখে নিতে চাইছে। জমি লিখে না দেয়ায় ইচ্ছাকৃত ভাবে তানজিলা ঝগড়ায় জড়াতো।
এব্যপারে তানজিলার বাবা ছিদ্দিক মীর জমি লিখে নেয়ার কথা অকপটে স্বীকার করে বলেন, জামাতা নাসির এ প্রস্তাব রেখেছে। আমরা কি না করতে পারি ?
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, ঘটনার অধিকতর তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।