শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
কাউখালী(পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে ব্রাকের উদ্যোগে নারীদের সামাজিক ক্ষমতায়ণ কর্মসূচীর আওকতায় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাক সামাজিক ক্ষমতায়ণ সর্মসূচীর আওতায় আয়োজিত পল্লী সমাজ নিবন্ধন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। 2টি পল্লী সমাজ থেকে 6জন সদসম্য উপস্থিত হয় উক্ত ওরিয়েনেটশনে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা সিনিয়র ব্যাবস্থাপক পলাশ হালদার, মাঠ সংগঠক রিপন চন্দ্র দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, দরিদ্র নারীরা তাদের দাবিদাওয়া নিয়ে সোচ্চার না হলে সমাজে উন্নয়ন ঘটানো অসম্ভব। নারীরা যাতে তাদের অধিকার আদায়ে তৎপর হয়, নেতৃত্বের বিকাশ ঘটায়, শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং সমাজে যাতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে সমর্থ হয়, সেজন্য আমরা তাদেরকে কৌশলগত সহায়তা প্রদান করি। আমরা প্রাতিষ্ঠানিকভাবে গ্রামীণ জনগোষ্ঠীকে শক্তিশালী করে তুলি যাতে জনগোষ্ঠী এবং স্থানীয় সরকারের মধ্যে বিদ্যমান ব্যবধান কমে আসে। নারী ও শিশু নির্যাতন হ্রাসে আমরা তথ্যের প্রবেশগম্যতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করি। জেন্ডারসমতা অর্জন এবং নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন এবং সর্বস্তরে কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে আমরা কার্যক্রম পরিচালনা করছি।