শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আরেকটি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার জন্ম নিবে ভাণ্ডারিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য, স্বামী পলাতক বিএনপি সবসময়ই ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে -মাহমুদ হোসেন পিরোজপুর শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা গ্রেপ্তার কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহার পুল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুর আটক পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা কাউখালীতে মন্ডপগুলোতে চলছে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নেছারাবাদে ২৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা! মিলছে না কাঙ্খিত ইলিশ পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন: সোহাগ সভাপতি, মিঠু সম্পাদক কাউখালীতে অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার কাউখালীতে জেলের মরদেহ উদ্ধার ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
ধর্ষণবিরোধী পোস্টে ছাত্রীর মা ও দুই বোনকে ধর্ষণের হুমকি

ধর্ষণবিরোধী পোস্টে ছাত্রীর মা ও দুই বোনকে ধর্ষণের হুমকি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ষণ ও বিচারহীনতা নিয়ে পোস্ট দেওয়ায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফেসবুকের মেসেঞ্জারে গত রবিবার রাত ১টার দিকে এ হুমকি দেওয়া হয়। ছাত্রীর মা ও দুই বোনকেও একই পরিণতি ভোগ করতে হবে বলে হুমকিদাতা শাসিয়েছেন। ভুক্তভোগী এই ছাত্রীর বাড়ি মাগুরা পৌর এলাকায়। তিনি জানান, দেশে একের পর এক হওয়া ধর্ষণের ঘটনা ও বিচারহীনতা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এর জেরে তাঁকেসহ তাঁর মা ও দুই বোনকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, হুমকিদাতা হাসান আল মামুন নিজেকে মাগুরা ছাত্রলীগের কর্মী হিসেবে দাবি করেছেন। মামুন দাবি করেন, তাঁদের হাজার হাজার কর্মী রয়েছে এবং তাঁর (ছাত্রী) ক্ষতি করতে তাঁদের এক সেকেন্ড প্রয়োজন। হুমকিদাতা মামুন নিজেকে ‘মুক্তা ভাই’-এর কর্মী দাবি করেন এবং হুমকির মেসেজে বশেমুরবিপ্রবির ছাত্রলীগকর্মী জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করেন। ভুক্তভোগী ছাত্রী আরো জানান, গতকাল মঙ্গলবার মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ছাড়া মাগুরা জেলা প্রশাসককে বিষয়টি জানিয়েছেন। তবে তিনি লিখিত অভিযোগ না নিয়ে পরে কোনো সমস্যা হলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এ ঘটনায় মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তাঁকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ তাঁর নাম ব্যবহার করেছে। তবে তিনি বিষয়টি জানার পর হুমকিদাতার ফেসবুক আইডির বিষয়ে থানায় জিডি করেছেন। প্রয়োজনে ভবিষ্যতে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। জানতে চাইলে বশেমুরবিপ্রবির ছাত্রলীগকর্মী জাহাঙ্গীর আলম বলেন, ‘ছাত্রলীগকে প্রশ্নবিদ্ধ করতে ছাত্রলীগের নাম ব্যবহার করে এ ধরনের হুমকি দেওয়া হতে পারে। তবে যেহেতু আমাদের নাম জড়ানো হয়েছে তাই আমরা চাই এই ব্যক্তিকে খুঁজে বের করে সত্য-মিথ্যা যাচাই করা হোক। এ ধরনের ঘটনায় যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হোক।’ এ বিষয়ে বশেমুরবিপ্রবির প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী আমাকে বিষয়টি জানিয়েছে। সে লিখিত অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ল সেল ও যৌন নির্যাতন প্রতিরোধ সেল সমন্বিতভাবে কাজ করবে এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana