শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তার নাম হানিফ মিয়া (৩৫)।
ঘটনাটি ঘটেছে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামে।
বুধবার ১৪ অক্টোবর গভীররাতে নূরজাহানপুর পশ্চিমপাড়ায় নিহতের নিজ পুকুরের পাশে। বৃহস্পতিবার (১৫অক্টোবর) সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করেন পুলিশ ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নূরজাহানপুর গ্রামের দুর্বাজ মিয়ার ছেলে ইরাক প্রবাসী হানিফ মিয়া ছুটি নিয়ে দেশে ফিরে আসার পর করোনার কারনে বিদেশ যেতে পারেনী। বিদেশে যেতে না পেরে গ্রামে নিজের ও লিজকৃত পুকুরে মাছ চাষ শুরু করে। বুধবার রাতে পুকুরগুলো দেখার জন্য হানিফ ঘর থেকে বের হয়। রাত বেশি হলে ও হানিফ ঘরে ফিরে না আসায় তার স্ত্রী শিমু আক্তার ফোন করলে তার ফোন বন্ধ পায়। তখন সে পরিবারের লোকজন কে সঙ্গে নিয়ে সারারাত ভর খোঁজাখুজি করে ও তার বামীকে পায়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে নিহতের বাড়ির পাশে পুকুর দ্বারে তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. রহুল আমীন বলেন, ‘খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা শনাক্তের জন্য তদন্ত চলছে। তবে এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।’ মামলা দায়ের হলে আইন গত ভাবে ব্যাবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, খুনের তথ্য বের করতে পুলিশ কাজ করছে।