শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
শামসুল আরেফিন, পিরোজপুর
পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন মোট ৯ টি ইউনিয়নে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার সময় নাজিরপুর থানাধীন নাজিরপুর সদর,শ্রীরামকাঠী,শেখমাঠীয়া, মাটিভাংগা, মালিখালি , শাখারীকাঠী, দীর্ঘা,দেউলবাড়ী,কলারদোয়ানিয়ায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সমাবেশ একযোগে অনুষ্টিত সমাবেশে স্থানীয় শত শত গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন বিট নং ৮ (বৈঠাকাটা বাজার) ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়ন নাজিরপুর থানাধীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈঠাকাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মাইদুল ইসলাম।
“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” নারীর প্রতি সহিংসতা নিরাসনে আপনার পুলিশ আপনার পাশে, নিরাপদ দেশ গড়ি নারী নির্যাতন বন্ধ করি, নিরাপদ সমাজ গড়ি নারী নির্যাতন বন্ধ করি, নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি নারী বান্ধব দেশ গড়ি, নিরাপদ নারী নিরাপদ দেশ সুখি সমৃদ্ধ বাংলাদেশ, বন্ধ হোক নারী নির্যাতন নিশ্চিত হোক দেশের উন্নায়ন” এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সেবা জনগনের দ্বারপ্রান্তে নিয়ে যেতে বিট পুলিশিং কার্যক্রমের যাত্রা।
বৈঠাকাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম জানান, ইতিমধ্যে আমরা আমাদের তদন্ত কেন্দ্রের আওতাধীন ইউনিয়ন পরিষদে পুলিশিং বিট কার্যক্রম শুরু করেছি। প্রতিদিন এই সব বিট পুলিশিং অফিসে বৈঠাকাটা তদন্ত কেন্দ্রের অফিসারদ্বয় নিয়মিত যোগাযোগ রাখবেন। জনতার সকল প্রকার সেবা নিশ্চিত করতে এই কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে যে কেউ পুলিশের সেবা গ্রহণ করতে পারবেন।
ইউনিয়নে পৃথক ভাবে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইন পাশ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বৈঠাকাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহিদুল ইসলাম বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন আইনের মিথ্যা মামলা ও আইনের অপব্যবহার রোধে অনুমোদকৃত আইনে বাদীর বিরুদ্ধে আইনের কার্যকর প্রয়োগেরও দাবি জানান। তা না হলে মিথ্যা মামলায় অসংখ্য পুরুষ হয়রানী ও নির্যাতনের শিকার হবে।