শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে গত কাল শনিবার রাতে চালের তৈরী ছাতু খেয়ে এক বাড়িতে ৮ জন অসুস্থ হয়। এর প্রেক্ষিতে রাতের আধারে একই বাড়ির ২ ঘরে চুরি হয়। উপজেলার ঘোষেরহাট বাজার সংলগ্ন দক্ষিন ভবানিপুর গ্রামে ডাকুয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ভাবে জানাযায় দক্ষিন ভরানীপুর গ্রামের ডাকুয়া বাড়ির উত্তম ডাকুয়ার স্ত্রী রাতের বেলা চালের ছাতু তৈরী করে এবং ঐ বাড়ির অনেকেই সেই ছাতু খেয়েছিল। ছাতু খাওয়ার পর থেকে তাদের শরীর নিস্তেজ হয়ে আসে পরে তারা রাতে ঘুমিয়ে পরলে উত্তম ডাকুয়া ও দিজেন ডাকুয়ার ঘরে চোর ঢুকে টাকা পয়সা ও স্বর্নালংকার চুরি করে নিয়ে যায়। রোববার সকালে ঐ বাড়ির উত্তম ডাকুয়া, দিজেন ডাকুয়া, ননি ডাকুয়া সহ তাদেও পরিবারের ৮ জনকে অসুস্থ অবস্থা প্রতিবেশীরা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এঘটনায় ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়উন কবির জানান আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সুত্র ইন্দুরকানী আলো