শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার। এ উপলক্ষে রবিবার ভোর ৫টা থেকে বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর, চৌরাস্তা, মিরেরবাজার-টঙ্গী, আবদুল্লাপুর থেকে বাইপাস সড়কে আশুলিয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন। পুলিশ কমিশনার বলেন, ইজতেমায় অংশ নেওয়া কয়েক লাখ মুসল্লি ছাড়াও আখেরি মোনাজাতে অংশ নিতে ইচ্ছুক অসংখ্য মুসল্লির যাতায়াতের সুবিধার্থে ভোর ৫টা থেকে বিমানবন্দর-গাজীপুরের জয়দেবপুর, চৌরাস্তা,মিরেরবাজার-টঙ্গী, আবদুল্লাপুর থেকে বাইপাস সড়কে আশুলিয়ায় ব্যারিকেড দিয়ে ইজতেমাসংলগ্ন এলাকায় যান চলাচল বন্ধ রাখা হবে। ইজতেমা শেষে যাওয়ার সময় একই ব্যবস্থাপনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এদিকে ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত গাজীপুরে টঙ্গীর তুরাগতীর।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বে গতকাল শুক্রবার ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তম জুমার জামাত। দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজে ইমামতি করেন রাজধানীর কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমদ। দেশ-বিদেশের লাখো মুসল্লি এতে শরিক হন। গত বৃহস্পতিবার বাদ মাগরিব আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। জুমার নামাজে অংশ নিতে গতকাল সকাল থেকেই টঙ্গী, ঢাকা, উত্তরা, আশুলিয়া, সাভার ও এর আশপাশের এলাকার মানুষ ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিদের প্রথম পর্বের ইজতেমা। এরপর ১৭ জানুয়ারি শুরু হওয়া দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দেবেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।