শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :-
সোনাগাজীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি)তাসলিমা শিরিন। এসময় সোনাগাজী জিরোপয়েন্ট ও মতিগঞ্জে আজ বিভিন্ন মিষ্টির দোকান, ডিপার্টমেন্টাল স্টোর, ফার্মেসী ও বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ দধি ও মেয়াদবিহীন ময়দা রাখার দায়ে মতিগঞ্জে দুটি মিষ্টির দোকানে মোট ৮০০০/- জরিমানা করা হয়। সকল মেয়াদোত্তীর্ণ দই ও ময়দা ধ্বংস করা হয়। সোনাগাজী জিরো পয়েন্টে বনফুল ও মধুমেলাতে মেয়াদোত্তীর্ণ দই, রসমালাই, চকলেট পাওয়া যাওয়ায় জনসম্মুখে সেগুলো ধ্বংস করা হয়। মূল্য তালিকা না থাকায় মূল্য তালিকা সংরক্ষণের আদেশ দেয়া হয়। দুই দোকানে মোট ১০০০০/- জরিমানা করা হয়। একটি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় প্রাথমিকভাবে ১০০০/- জরিমানা করা হয় এবং ওষুধগুলো নষ্ট করা হয়। রাস্তার ওপর রাইস মেশিন ও ফার্নিচার রেখে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে একটি দোকানে ১০০০/- জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক সবকিছু অপসারণ করা হয়। রাস্তার ওপর দোকানের বর্ধিতাংশ ও গ্যাসের চুলা রাখায় তা তাৎক্ষণিক ভেঙ্গে দেয়া হয় এবং চুলা অপসারণ করা হয়। ফার্নিচারের দোকানে রাস্তার ওপর কাঠ ফেলে রাখায় তা অপসারণের আদেশ দেয়া হয় এবং সাথে সাথে তা কার্যকর করা হয়। এছাড়া প্রতিটি দোকানে মিষ্টির প্যাকেট ওজন করে দেখা হয়। দুএকটি ছাড়া অধিকাংশ প্যাকেট ৬০-৮০ গ্রাম পর্যন্ত পাওয়া যায়। অতিরিক্ত ওজনের মিষ্টির প্যাকেট ব্যবহার না করার নির্দেশনা দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে স্যানিটারি ইন্সপেক্টর জনাব নুরুল করিম, বেঞ্চ সহকারী জনাব মাহফুজুর রহমান ও সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল সাথে ছিলেন।