শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১০৫(একশত পাঁচ )পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করে ডিবি ।
পুলিশ সুপার পিরোজপুর জনাব হায়াতুল ইসলাম খান এর নির্দেশে চলমান মাদক উদ্ধার অভিযানে এস আই দেলোয়ার হোসাইন জসিম, এএসআই ওলিউল্লাহ,রেজওয়ান,মনির, ,আলআমিন,রিয়াজ ও বাপ্পী পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন ছোট কানুয়া অভিযান চালিয়ে ১০৫ পিচ ইয়াবা ক্রয় বিক্রয়ের সময় মোঃআলি হোসেন (৫৫) পিতা মহব্বত আলি সাং ভান্ডারিয়া, মামুন সেপাই পিতা এজাহার সেপাই সাং ছোটকানুয়া আটক করে । আসামীদেরকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় সোর্পদ্ধ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়।