শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
পিরোজপুরের কাউখালীতে কচা ও সন্ধ্যা নদীতে অবৈধ ভাবে নিষিদ্ধ সময় কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরার অপরাধে ধারবী গ্রামের অরিফ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা এবং কাউখালীর অবৈধ ভাবে চিরাপাড়া সরকারি জমির মাটি কাটার অপরাধে হুলারহাটের সবুজ খানকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী বিচারক মোসাঃ খালেদা খাতুন রেখা। এসময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা ফনী ভূষণ পাল (অঃদাঃ), কাউখালী থানা পুলিশ।