শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
ঢাকার কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় ইয়াসিন মোল্লা (৫০) নামে এক চায়ের দোকানি গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া এলাকায়। এ ঘটনায় মো. নাদিম ও অন্তর নামে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। স্থানীয়দের সূত্রে জানা যায়, মো. ইয়াসিন মোল্লা খোলামোড়া টিনের মসজিদের পূর্ব পার্শ্বে দীর্ঘদিন ধরে একটি চায়ের দোকান করে। আজ দুপুরে মো. নাদিম (১৫) ও মো. অন্তরসহ (১৭) ৬/৭ কিশোর চা খেতে আসে। তারা দীর্ঘ সময় সেখানে বসে থাকেন। দোকানে অন্য খরিদদার আসলে ইয়াসিন তাদের উঠতে বলে। ইয়াসিন মিয়ার কথায় রাগান্বিত হয়ে কিশোর দুটি ইয়াসিন মিয়ার মাথায় রাস্তায় পরে থাকা ইট দিয়ে সজোরে আঘাত করে ও এলোপাতাড়ি কিলঘুষি মারেন। ইয়াসিন মোল্লা সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে কিশোরা পালানোর চেষ্টা করে। তখন আশেপাশের লোকজন ওদের ধাওয়া করে দুই কিশোরকে আটক করলেও বাকীরা পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, ওদের একটি কিশোর গ্রুপ রয়েছে। যার সদস্য সংখ্যা ১০/১২ জন। এর ছিনতাইসহ নানা ধরনের খারাপ কাজের সঙ্গে জড়িত। কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম জানান, চায়ের দোকানিকে মারধরের ঘটনায় দুই কিশোর গ্রেপ্তার হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।