মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাচার হাতে খুনের শিকার হলেন ভাতিজা।
তার নাম আশরাফুল ইসলাম শান্ত (১৮)।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামে। পুলিশ ঘাতক চাচা আক্কাসকে(৫০) গ্রেফতার করেছে।চাচাত বোনের সাথে প্রেমের সর্ম্পক গড়ে ওঠায় জীবন দিয়ে খেসারত দিতে হলো এই তরুনকে।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়,উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামের মাহফুজ মিয়ার ছেলে আশরাফুল ইসলাম শান্ত (১৮) এর সাথে তারই চাচাত বোনের প্রেমের সর্ম্পক গড়ে উঠে। বিষয়টি মেনে নিতে পারেনি চাচা আক্কাস আলী।এনিয়ে সালিশও হয়েছে। এঘটনার জের ধরে ঘটনার রাতে পার্শ্ববর্তী ভাতিজার ঘরে ঢুকে শান্ত (১৮)কে ঘুম থেকে উঠিয়ে বুকে ছুরিকাঘাত করে তার চাচা আক্কাছ।এতে শান্ত মারাত্মকভাবে আহত হয়ে পড়ে । আশংকাজনক অবস্থায় শ্বান্তকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।
পরিবারের অভিযোগ, চাচা আক্কাস আলী ধারালো অস্ত্র নিয়ে রাত ১১টার দিকে ঘরে প্রবেশ করে ঘুম থেকে উঠিয়ে ছুরিকাঘাত করে ভাতিজা শান্তকে হত্যা করে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, ঘাতক চাচা আক্কাস আলীকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদরে জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।