শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় মোটর সাইকেল চাপায় নাইমা আক্তার (৮) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) উপজেলার তেলিখালী পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাইমা আক্তার উপজেলার তেলিখালী ইউনিয়নের জুনিয়া গ্রামের ইব্রাহিম হাওলাদারের মেয়ে। এ ঘটনায় পুলিশ মোটর সাইকেল ও এর চালক সহ ৩ জনকে আটক করেছে। ওই স্কুল ছাত্রীটি স্থাণীয় জুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীর ছাত্রী। সে তার পিতা উপজেলার তেলীখালী বাজারের ইউনিয়ন পরিষদের সামনে একটি হোটল ব্যবসা করেন।
থানা পুলিশ, স্থাণীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্র জানান, ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে ওই স্কুল ছাত্রী তেলিখালী বাজারে থাকা তার পিতার হোটেল থেকে সকালের নাস্তা নিয়ে বাড়িতে ফিরছিলো। এ সময় ৩ জনকে বহন করা ভান্ডারিয়া গামী একটি মোটর সাইকেল তাকে চাপা দিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রেজাউল ইসলাম জানান, ওই স্কুল ছাত্রীকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় চাপা দেয়া মোটর সাইকেলটি ও এর চালক ইমাম হোসেন সহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরাও আহত হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে এখনো কোন অভিযোগ দেন নি। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।