শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
ফ্রান্সে ব্যাঙ্গ চিত্র এঁকে রাসূল (সঃ) এর অবমাননার প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী বাজারে শনিবার সকালে সর্বস্তরের হাজার হাজার তৌহিদি জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
জমিয়াতে হিজবুল্লাহ দাউদখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক পারভেজ তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মিরুখালী ইউনিয়ন আ‘লীগ সহ-সভাপতি মো. ইলিয়াস মিয়া, যুব হিজবুল্লাহ জেলা সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ, মাদ্রাসা সুপার মাওলানা মো. রুহুল আমিন, মাওলানা মো আব্দুর রহমান, মিরুখালী জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক মো. নূরুল আমিন, ছাত্র হিজবুল্লাহ নেতা মো. বিল্লাল হোসেন, প্রভাষক নাজমুচ্ছাদাত, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
বক্তারা ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য সরকারের নিকট দাবী জানান ও সকল মুসলমানদের ফ্রান্সের পণ্য পরিহার করার অনুরোধ করেন।