শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ
“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে সমবায় দিবসের উদ্বোধন করা হয়৷
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা ফারহানা খন্দকার।
অন্যান্যদের মাঝে সভায় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব মোল্লা, প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, ইউপি সদস্য নগেন্দ্র চন্দ্র দাস,সুরুজ মিয়া,ধীবর মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসসহ আরো অনেকে।
এতে সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চন্দ্র শেখর কর্মকার।