শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’-এই শ্লোগানকে সামনে রেখে শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সকালে স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা সমবায় বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব হায়াত উদ দৌলা খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইচ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি এম. এ. এইচ. মাহবুব আলম।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় অফিসার নেওয়াজ শরীফ মজুমদার।