শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের এক সাক্ষাতকারে দিল্লির অস্ট্রেলীয় অলরাউন্ডার মার্কাস স্টয়নিস বলেছিলেন ভয়ডরহীন ক্রিকেট খেলার কথা। দিল্লি ও স্টয়নিস সে কথা রেখেছেন। কোয়ালিফায়ারে ভয়ডরহীন্ ক্রিকেট খেলে সানরাইজার্স হায়দ্রাবাদকে ১৭ রানে হারিয়ে প্রথমবারের মত ফাইনালে উঠে গেছেন স্টয়নিসরা। আর ম্যাচে ব্যাট-বলে বেশি আক্রমনাত্বক ছিলেন স্টয়নিসই। হয়েছেন ম্যাচ সেরাও। আক্রমনে শুরুটা করেন স্টয়নিসই। শিখর ধাওনের সাথে ইনিংসের উদ্বোধন করতে নেমেই চড়াও হন হায়দ্রাবাদের বোলারদের ওপর। ২৭ বলে ৩৮ রান করে সাজঘরে ফিরেন তিনি। এরপর বল হাতে ২৬ রানের বিনিময়ে নিয়েছেন ৩টি উইকেট। মঙ্গলবার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবেন স্টয়নিসরা।