শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
ঢাকা-১৮ সংসদীয় আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ ভালো হচ্ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবীব হাসান। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১০টার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরের আই ই এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন হাবীব হাসান। এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। একইসঙ্গে জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান ক্ষমতাসীন দলের এ প্রার্থী। ভোটের পরিবেশ কেমন দেখছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাবীব হাসান বলেন, এখনো পর্যন্ত ভোট ভালো হচ্ছে। প্রচারণায় নেতাকর্মীর জোয়ার থাকলেও কেন্দ্রে ভোটার কম কেন জানতে চাইলে হাবীব বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে। সবশেষে জয়ের বিষয়ে নিজের শতভাগ আশাবাদ ব্যক্ত করেন হাবীব হাসান। ভোট দেওয়ার পর মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান হাবীব। সাংবাদিকদের ব্রিফিংকালে হাবীব আরো বলেন, আজ আমার জীবনের অত্যন্ত আনন্দের দিন। পরিশ্রমের সফলতার স্বীকৃতির দিন। আমার মতো তৃণমূলের নগণ্য কর্মীকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।