শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
অধিনায়ক রোহিত শর্মা মানেই যেন শিরোপার ছড়াছড়ি। আইপিএলের ১৩ আসরে সর্বোচ্চ ৫ শিরোপা জিতেছেন রোহিত শর্মা। এবারের শিরোপা জয়ের পর রোহিত যে মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকদের অভিনন্দন পাচ্ছেন তিনি তাই নয়, স্পেনের ফুটবল লিগ, লা লিগাও তাকে অভিনন্দন জানিয়েছে। তবে অভিনন্দন বার্তায় থেকে গেছে একটা সংখ্যাগত ভুল। লা লিগা টুইটারে লিখেছে, ‘অভিনন্দন রোহিত শর্মা অধিনায়ক হিসেবে ষষ্ঠ বার আইপিএল জয়ের জন্য।’ যদিও রোহিত শর্মা অধিনায়ক হিসেবে ষষ্ঠ বার আইপিএল জিতেননি। ২০০৯ সালে ডেকান চার্জার্সের হয়ে আইপিএল জিতলেও সে দলের অধিনায়ক ছিলেন না রোহিত। এরপর ৫ বার মুম্বাই অধিনায়ক হিসেবে আইপিএল জিতেন। উল্লেখ্য, গত মঙ্গলবার ৫ উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পঞ্চমবার ট্রফি জিতে মুম্বাই। অধিনায়কোচিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেছিলেন রোহিত। তারপর থেকে তিনি প্রশংসার বন্যায় ভাসছেন। অন্যদিকে কোহলির ব্যাঙ্গালোর এবারও ব্যর্থ হওয়ায় রোহিতকে ভারতীয় দলের অধিনায়ক করারও দাবি উঠেছে।