শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পরশ্রীপুলক উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নাজিমুল হায়দার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে সন্ধ্যা ৭ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ,, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফিরোজা পারভীন, আশুগঞ্জ থানার ইন্সপেক্টর(তদন্ত) হাবিবুর রহমান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গোলাম সারওয়ার,বাবুল শিকদার,মোশাররফ হোসেন, তানভির, জাকির হোসেন, শিক্ষক রেজাউল আজাদ, শিক্ষক হুমায়ুন কবির, মিজানুর রহমান কন্ট্রাক্টর, আলমগীর কবির কন্ট্রাক্টর,কাজী মাওলানা মোঃ মহিউদ্দিন, ডাঃ মোঃ ফাইজুর রহমান ও ডাঃ আবদুল্লাহ আল মাহমুদ( নজরুল) ।
বক্তারা বিদায়ী উপজেলা নির্বাহি অফিসার এর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন তিনি শুধু একজন অফিসার হিসেবে নয়, তিনি একজন দয়ালু ও ভাল মানুষ ও ছিলেন। তিনি ছিলেন জনদরদী ও গরীবের বন্ধু। তাকে হারিয়ে আশুগঞ্জ বাসী আবেগে আপ্লুত হয়ে পড়েন।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু।