শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
ভাণ্ডারিয়া প্রতিনিধি
বরিশাল র্যাব-৮ একটি দল আজ সোমবার বিকেলে পিরোজপুরের ভাণ্ডারিয়া শহরের ২টি ক্লিনিক ও ১টি ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা, বৈধ কাগজ পত্র ও সার্বক্ষণিক ডাক্তার না থাকা, অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ এবং ব্যবহার অনুপযোগী চিকিৎসার সরঞ্জাম রাখার দায়ে ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া পৌর শহরের ফাতেমা ক্লিনিক এন্ড নাসিং হোম এর ম্যানেজার অপূর্ব কুমার হাওলাদার, লাইফ কেয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাব এর মালিক বিশ্বজিত মৃধা এবং মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর মোঃ জহিরুল ইসলাম মামুন’কে ক্লিনিকে বৈধ কাগজ পত্র ও সার্বক্ষণিক ডাক্তার নাথাকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ অষুধ রাখা, অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ, ব্যবহার অনুপযোগী চিকিৎসার সরঞ্জাম রাখার দায়ে ক্লিনিক থেকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের কাছে তারা তাদের দোষ স্বীকার করলে আদালত অপূর্ব কুমার হাওলাদার’কে ৩ হাজার টাকা, বিশ্বজিত মৃধা’কে ১ হাজার টাকা এবং মোঃ জহিরুল ইসলাম মামুন’কে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়। ভ্রাম্য আদালত পরিচালনা করেন পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার (আরএমও), ডা. মোঃ বেল্লাল হোসেন এসময় উপস্থিত ছিলেন। জব্দকৃত ব্যবহার অনুপযোগী চিকিৎসার সরঞ্জমাদি এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ জনসম্মুখে ধ্বংস করেন।