শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
গাজী আবুল কালাম,পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে সড়ক দূর্ঘটনায় ইন্দুরকানী সরকারি কলেজে শিক্ষার্থী আল-মারুফ লিওন হাওলাদার নিহত হন। স্থানীয় পুলিশ সুত্রে জানা যায় পিরোজপুর থেকে সন্ন্যাসি গামী একটি বাসের সাথে শেখ ফজলুল হক মনি সেতুর ইন্দুরকানী পারে মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন হাওলাদারের বাড়ির সামনে বাস ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে । আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়ার পথে মারা যান লিওন, তার সঙ্গি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
আল-মারুফ লিওন সেউতিবাড়িয়া নিবাসি আব্দুল কাদের হাওলাদারের বড় ছেলে। তিনি ছাত্রলীগের একজন কর্মি তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছে ইন্দুরকানী থানা অফিসার ইনচার্য হুমায়ুন কবির। ইন্দুরকানী থানার ওসি মো: হুমাউন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইন্দুরকানী-পিরোজপুর সড়কের মহুরী বাড়ি নামক স্থানে বাস-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী কলেজ ছাত্র আল-মারুফ লিওন গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে মারা যান। এসময় মটর সাইকেলে থাকা তার অপর সঙ্গী মাহামুদ (২২) নামে এক জন আহত হয়েছেন।