শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি ঃ
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা অডিটরিয়ামে ভাণ্ডারিয়া সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক ও সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মো. আবু আলী সাজ্জাদ হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সরকারী কৌশলী অ্যাডভোকেট শহিদুল হক খান পান্না, জেলা সমাজ সেবা রেজিষ্ট্রার অফিসার মোস্তফা ইফতিয়ার উদ্দীন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ভবানী শংকর বল প্রমূখ। পরে ওই বিদ্যালয়ে ৬৯ জন বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে জন প্রতি ৯ হাজার টাকার চেক, ১শ২৬ জনকে ক্রীড়া সামগ্রী, ১২ শিক্ষার্থীকে হুইল চেয়ার, ০৫ শিক্ষার্থীকে কানের যন্ত্র ও একজনকে ক্রিষ্টাল ও সাদাছড়ি বিতরণ করা হয়। সমাজ অধিদপ্তর এবং ক্রীড়া অধিদপ্তরের মাধ্যমে এসব সহয়তা সামগ্রী বিতরণ করা হয়।