শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
কাউখালী (পিরোজপুর) প্রতিনধিঃ পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদী তিরবর্তী বেদে পল্লীর, শিশুদের জীবন যাত্রার মানোন্নয়ন ও করোনার সময় ঘরে বসে শিক্ষা ব্যাবস্তা চালু রাখার লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে কলম খাতা বিতরণ করা হয়। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার আমরাজুরি ইউনিয়নের সোনাকুর গ্রামের ২০ জন শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করেন কাউখালী প্রতিবন্ধী কল্যাল সংস্থার সভাপতি শিক্ষানুরাগী আঃ লতিফ খসরু।
আঃ লতিফ খসরু বলেন, আমি বেদে পল্লীর শিশু শিক্ষার্থীদের জীবন যাত্রার মানউন্নয়ন ও করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে সরকারের নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীদের স্কুল কলেজ বন্ধ রয়েছে। শিশুদের এই সময় ঘরে বসে পরাশুনার প্রতি মনোযোগী করার জন্য আমর এই উদ্যোগ অব্যাহত থাকবে।