শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইলে অনলাইনে ক্রিকেট জুয়া খেলার সময় ৬জন জুয়াড়িকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। রোববার সন্ধ্যায় উপজেলার সৈয়দটোলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সরাইল উপজেলার সৈয়দটোলা (পূর্ব হাফিজ টোলা) এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে তৌফিক (৩৫), মৃত শিশু মিয়ার ছেলে মমিন (৩৩),মোহাম্মদ আলীর ছেলে মুসলিম মিয়া (২০), পশ্চিম কুট্টাপাড়া এলাকার মৃত আব্দুল বাছিরের ছেলে শাহীর মিয়া (৪৮), উত্তর কুট্টপাড়ার মৃত মীর জামির আলীর ছেলে মীর মাফুজ আলী (৩০) ও পূর্ব কুট্টাপাড়ার মৃত রহমত আলীর ছেলে আমির আলী (৩৬)।
জুয়াড়িদের কাছ থেকে জুয়ার নগদ ৭৭ হাজার ২১০ টাকা, জুয়া খেলার টার্চ স্কিন মোবাইল ৬টি উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কতিপয় জুয়াড়ি বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে টাকার বিনিময়ে বাজি ধরে মোবাইল এ্যাপস এর মাধ্যমে ক্রিকেট লাইন গুরু ও ক্রিকেট এ্যাক্সচেঞ্জ এ্যাপস ব্যবহার করে জুয়া খেলে আসছে। রোববার সন্ধ্যায় উপজেলার সৈয়দটোলা পূর্ব হাফিজ টোলা (সাবেক) বাতিন মেম্বারের বাড়ীর সামনে মুমিনের মুদি দোকানের অভিযান চালিয়ে ৬জন জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা জুয়া খেলার মোবাইল ও টাকা জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন, র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন।
এই ঘটনায় আটক আসামীদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।