শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
ভাণ্ডারিয় প্রতিবেদক।
রাত পোহালেই ইংরেজি নতুন বছর (২০২১খ্রী.) শুরু । শুক্রবার (২০২১খ্রী.) নতুন বছরের শুরুতেই সারা দেশেরন্যায় ভাণ্ডারিয়া পৌরসভাসহ উপজেলার বাকি ছয়টি ইউনিয়নের সরকারি ১৬৫টি ,বুদ্ধি প্রতিবন্ধী এবং বেসরকারিসহ প্রায় ২০০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীরা পাবে নতুন বই। এবং মাধ্যমিকে ৩৮টি স্কুল,৩৮টি মাদ্রাসা এবং একটি টেকনিক্যাল স্কুল সহ ৭৭টি স্কুলে শুধু ৭ম শ্রেণির শিক্ষার্থীরা পাবে নতুন বই। উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে অনানুষ্ঠানিক ভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে অভিভাবকগণ স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বই সংগ্রহ করবে বলে জানাগেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসীর উদ্দিন খলিফা জানান,ইতো মধ্যে সকল স্কুলে বই পাঠানো হয়েছে। প্রত্যেকটি স্কুলে ১ম থেকে ২য় শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে নিরুৎসাহিত করা হয়েছে। ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ও আসতে নিষেধ করা হয়েছে। শুধু তাদের অভিভবাকগণ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে বিদ্যালয় প্রাঙ্গনে রাখা সাবান পানি দিয়ে হাত ধুঁয়ে এ বই সংগ্রহ করবেন। যদি কোন শিক্ষার্থী আসে তাহলে তাদের ও একই নিয়মে বই সংগ্রহ করতে হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম জানান, প্রেসে ছাপা না হওয়ার কারনে শুধু ৭ম শ্রেণির বই এসেছে। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে বিদ্যালয় স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে আজ প্রাপ্ত বই বিতরণ করা হবে। বাকি বই আসলে পড়ে বিতরণ করা হবে।