শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের আয়োজনে “জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” স্বাস্থ্যবিধি অনুসরণ করে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়েছে।
৫ জানুয়ারি মঙ্গলাবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম নবীনের সভাপতিত্বে এ সচেতনতামূলক সেমিনার অনুষ্টিত হয়।
সেমিনারে ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, হোটেল মালিক ও ব্যাবসায়ীদের নিয়ে এ সচেতনতামূলক সেমিনারে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার মো.গোলাম রাব্বি, ভান্ডারিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা শিক্ষা অফিসার জহিরুল আলম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মোঃ মনিরুজ্জামান প্রমূখ।
সেমিনারে আলোচনার বস্তু উৎপাদ থেকে শুরু করে ভোক্তাদের পর্যন্ত যাতে নিরাপদ এবং স্বাস্থ্য সম্মত খাদ্য পৌঁছে সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার ।