মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা॥ কাউখালী উপজেলায় ঘরের পাশে পুকুরে ডুবে ২ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের পূর্ব আমরাজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম তায়েবা। সে একই এলাকার কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো.তরিকুল ইসলাম রুবেল এর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকলের দিকে ২ বছর মাস বয়সী এ শিশুটি পরিবারের সদস্যদের চোখের আড়ালে ঘর থেকে বেড়িয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ভাসতে দেখা গেলে শিশুটিকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। শিশুটির মৃত্যুকে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।